এবার JEE Main ও অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ফ্রি-তে কোচিং দেবে কেন্দ্রীয় সরকার। শনিবার একথাই জানা গেল শিক্ষা মন্ত্রক সূত্রে।
নয়াদিল্লি: এবার JEE Main ও অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ফ্রি-তে কোচিং (Free Coaching For competitive exams) দেবে কেন্দ্রীয় সরকার (Central Government)। শনিবার একথাই জানা গেল শিক্ষা মন্ত্রক (Union Ministry of Education ) সূত্রে।
আগামী সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি অনলাইন প্লার্টফর্ম (online platform) চালু করা হচ্ছে। যেখানে আইআইটি ( IIT) ও আইআইএসসি (IISc)-র অধ্যাপকদের (professors) ভিডিয়ো রেকর্ড (recorded videos) করে সেটা আপলোড করার মাধ্যমে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ফ্রি-তে কোচিং দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে নরেন্দ্র মোদির সরকারের (Modi government) তরফে।
এপ্রসঙ্গে ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার (UGC Chairman Jagdish Kumar) জানান, আগামী ৬ মার্চ সাথী (SATHEE) নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এটি তৈরি করা হয়েছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। এখানে আইআইটি ও আইআইএসসি-র অধ্যাপকদের রেকর্ড করা ভিডিয়ো আপলোড করা হবে। যার মাধ্যমে JEE Main ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেওয়া হবে। এই পোর্টালটি তৈরি করা হয়েছে কানপুর আইআইটি-র সাহায্যে (IIT Kanpur)।
এর ফলে যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছেন ও অর্থনৈতিক ভাবে দুর্বল তাঁরা খুব সহজে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। কারণ অনেক সময়ই দেখা যায়, এই সমস্ত পরীক্ষার কোচিং নেওয়ার জন্য যত টাকার প্রয়োজন হয় তা তাঁদের কাছে থাকে না। ফলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির সন্তানরা ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার স্বপ্ন কখনও সফল করতে পারেন না।
The Ministry of Education has launched the SATHEE initiative in association with IIT Kanpur to provide free guidance for competitive exams. SATHEE offers a range of resources, including reference video lectures, mock tests, and other resources to support your preparation. Please note that participation in the SATHEE program does not guarantee clearing any exam or admission to any institute.